বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : সিলেটে আইসিক্রম তৈরিতে ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং ও নোংরা পানি। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে এসব আইসিক্রম।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেটে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এমন দৃশ্য দেখতে পান।
মঙ্গলবার নগরীর উপশহর, আম্বরখানা এবং নয়াবাজার এলাকায় চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ও কাপড়ের রং ব্যবহারে আইসক্রিম তৈরি, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন, বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা, ধার্যকৃত মূল্যের থেকে অতিরিক্ত মূল্য পণ্য বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে র্যাব-৯ এর একটি দল অভিযানে সহায়তা করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, অভিযানকালে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য বলা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।