বুধবার, ৩১ মে ২০২৩, ১০:০৩ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : সিলেটে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা।
বুধবার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর রাত থেকে নগরে চলতে শুরু করেছে অটোরিকশা।
অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া হোসেন বলেন, মহানগর পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। সেই প্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, বৈঠকে অটোরিকশা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো প্রশাসনের পক্ষ থেকে পূরণের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজনে পুলিশের নির্দেশনা বাতিলসহ ৬ দফা দাবিতে সোমবার থেকে ধর্মঘট শুরু করে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
এদিকে সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন শুরুর দাবিতে বুধবার থেকে তিনদিনের ধর্মঘট পালন করছে সিলেটের পরিবহন শ্রমিকরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।