শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ অপরাহ্ন
মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : শায়খে আব্দুল হাই নবীগঞ্জ বালিধারী রহ. এর সফল উত্তরসুরী, দরগাহে হযরত শাহজালাল রহ. জামে মসজিদ সিলেটের পেশ ইমাম ও খতীব হাফেজ মাওলানা শায়েখ আশহাদ আহমদ হাজিজুল্লাহ শারীরিকভাবে অসুস্থ হয়ে সিলেটের দরগা গেইটস্থ নুরজাহান হাসপাতানলে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের ৭ম তলায় ৭০৩ নাম্বার কেবিনে ডাক্তার নাসিম সাহেবের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা সেবা চলতেছে।
আলহামদুলিল্লাহ মহান রবের অশেষ কৃপা ও ডাক্তারদের আন্তরিক সেবায় শারিরীক অবস্থা বর্তমানে কিছুটা উন্নতির দিকে।
উনার পুরোপুরি সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি দোয়ার দরখাস্ত করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।