বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : সিলেট বিভাগের তিনটি পৌরসভায় আগামী ডিসেম্বরের ২৮ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য গতকাল শনিবার প্রার্থী নির্ধারণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
জানা গেছে, প্রথম ধাপের পৌর নির্বাচনে সিলেট বিভাগের সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, দিরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও শায়েস্তাগঞ্জ পৌরসভায় মো. মাসুদউজ্জামান মাসুক।আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে,গতকাল শনিবার বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সিলেট বিভাগের ওই তিন পৌরসভাসহ দেশের আরও ২২টি পৌরসভা নির্বাচনে নিজেদের প্রার্থী ঠিক করে আওয়ামীলীগ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।