শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
সিলেটের উপশহর থেকে কুখ্যাত ডাকাত শাকিল গ্রেপ্তার

সিলেটের উপশহর থেকে কুখ্যাত ডাকাত শাকিল গ্রেপ্তার

দর্পণ ডেস্ক : সিলেট নগরীর উপশহর থেকে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সক্রীয় সদস্য শাকিবুল মিয়া উরফে শাকিল (৩৫) কে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

রোববার (২১ জুন) ২টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত শাকিল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার চিরশাইল গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের পুত্র।

এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, শাকিল দক্ষিণ সুরমা থানার একটি ডাকাতি মামলার অন্যতম আসামী। যার নং-২২, তাং-২৮/০১/২০২০খ্রি:। এ মামলায় তাকে গ্রেপ্তার করতে দক্ষিণ সুরমা থানা পুলিশ উপশহরে অভিযান চালায়। এই অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ডাকাতের সাথে জড়িত থাকার স্বীকার করে। তিনি বলেন, উক্ত ঘটনার সাথে আরো ১০ জন আন্তঃজেলা ডাকাত জড়িত ছিল।
আজ শাকিলকে আদালতে হাজির করলে সে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়াও ঘটনার সাথে জড়িত অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

শাকিলের বিরুদ্ধে আরো মামলা আছে।তা  হলো, ১। হবিগঞ্জ এর বানিয়াচং থানার মামলা নং-১৯, তারিখ-২৯/১২/ ২০১৯খ্রি:, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, ২। মৌলভীবাজার এর বড়লেখা থানার মামলা নং-০৫, তারিখ-১১/০৬/২০১৪খ্রি:, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড ও ৩। সুনামগঞ্জ এর শাল্লা থানার মামলা নং-০৭, তারিখ-১৪/০৪/২০১১খ্রি:, ধারা-৩৭৯/৩২৩/৪৪৮/ ১৪৩ পেনাল কোড বিচারাধীন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।

কারিগরি সহায়তায়ঃ-ওরাকল আইটি