বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:২৮ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : একদিকে বৃষ্টির কারণে পাইকার কম। অন্যদিকে সরবরাহ বেশি হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে সব সবজির দাম কমেছে। দু-তিনটি ছাড়া প্রায় সব সবজির দামই কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা। অন্যদিকে সরকারের দাম বেঁধে দেয়ায় স্বস্তি ফিরেছে আলুর বাজারে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ২টা, রাজধানীর কারওয়ান বাজার। নিত্যপণ্য হিসেবে কাঁচা সবজির আমদানিতে যে কমতি নেই, তা বাস্তবেই বলে দিচ্ছে বাজারে আসা ট্রাকের সারি। একদিকে সরবরাহ পর্যাপ্ত, অন্যদিকে বৃষ্টির কারণে বাজারে নেই প্রতিদিনের মতো পাইকার।
এতে প্রতিটি সবজির দাম কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা। প্রতি পিস লাউ ২০-২৫, প্রতি কেজি ধুন্দল-চিচিঙ্গা ৩৫, করলা- ৫০, বেগুন ৪৫-৪৮ ও শসা বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। তবে নতুন সবজি হিসেবে বেশি দামে বিক্রি হচ্ছে শিম ও ফুলকপি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ৮০-৯০ টাকায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।