বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৪০ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার,৭ নং নুরপুর ইউনিয়নাধীন, অর্ন্তগত সুরাবই সাকিনের সুমন মিয়া(২৫)কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, আজ(বুধবার)শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আল মামুন এর নেতৃত্বে, এস আই (নিঃ) সনজিত চন্দ্র নাথ ও এস আই (নিঃ) কমলাকান্ত মালাকার, কং/৫৯৯ সোহরাব হোসেন, কং/৮৩৩ মোঃ কামাল মিয়া, কং/৮৪৩ রনি সেন, কং/১২৮১ দুলাল মিয়া সহ থানা এলাকায় কিলো-৯ ও গ্রেফতারী পরোয়ানা, মাদকদ্রব্য উদ্ধার পরিচালনাকালীন সময়ে, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন ৭নং নুরপুর ইউ/পির অর্ন্তগত সুরাবই সাকিনের জনৈক মোঃ আছকির মিয়া ছেলে মোঃ সুমন মিয়া (৩৫) গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে শায়েস্তাগঞ্জ থানায় মামলা নং-০৩, তাং-০৪/১১/২০২০ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১০(ক) আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন,শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।