রবিবার, ২৮ মে ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
লায়ন্স ক্লাব অব বিয়ানীবাজার এর কমিটি গঠন

লায়ন্স ক্লাব অব বিয়ানীবাজার এর কমিটি গঠন

দর্পণ ডেক্স :লায়ন্স ক্লাব অব বিয়ানীবাজার-এর ২০২০-২০২১ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। গত ০৮-জুন ২০২০ইং নিউ মোস্তফা হোটেল এন্ড পার্টি সেন্টার এ এক সভা অনুষ্টিত হয় । সভায় সকলের সম্মতিক্রমে আগামী (২০২০-২০২১) বছরের জন্য লায়ন আব্দুল মতিন কে প্রেসিডেন্ট লায়ন হুমায়ুন কবির পারভেজ-কে সেক্রেটারি ও লায়ন সম্রাট শেখর কর-কে ট্রেজারার হিসেবে ঘোষনা করা হয়। লায়ন আলি আহমদ এর সভাপতিত্বে লায়ন বেলায়েত হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন বিলাল উদ্দিন আরো উপস্তিত ছিলেন জোন চেয়ারপার্সন লায়ন হাফিজুর রহমান, পাষ্ট প্রেসিডেন্ট লায়ন সুহেল আহমদ, সদ্য বিদায়ী ট্রেজারার লায়ন লুৎফুর রহমান প্রমুখ। নতুন এ কমিটি সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আগামী দিনে ” লায়ন্স ক্লাব অব বিয়ানীবাজার” অতীত ঐতিহ্য কে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করবে বলে আশা পোষণ করছে এবং নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন-৩১৫ বি১জেলা গভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক পি.এম,জে,এফ ও পাষ্ট প্রেসিডেন্ট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট বোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।

কারিগরি সহায়তায়ঃ-ওরাকল আইটি