রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মা সালমা বেগমকে ৫০ হাজার টাকা প্রদান করেছে জেলা পুলিশ।
রোববার সকালে সিলেট জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে এই অনুদান প্রদান করেন এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন। এছাড়া রায়হানের শিশু সন্তানের জন্যও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে রায়হান হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আশ্বস্ত করেন এসপি ফরিদ উদ্দিন। এ সময় হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূইয়াকে গ্রেফতার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সালমা বেগম।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল এসপি (সদর ও মিডিয়া) লুৎফর রহমান, সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম ও রায়হানের স্বজনরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।