বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : সিলেটে যৌতুকের জন্য স্ত্রী কে নির্যাতনের দায়ে এনামুল হক মুকুল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।এয়ারপোর্ট থানা পুলিশ ৪ঠা এপ্রিল রোববার দুপুরে সিলেট তালতলা থেকে তাকে গ্রেফতার করে ।ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার শ্রীফুলতারা গ্রামের শাহাদাত বিশ্বাসের ছেলে গ্রেফতারকৃত এনামুল হক মুকুল
জানা যায়, সে দীর্ঘদিন থেকে স্ত্রী (২৭) কে নির্যাতন করে আসছে। এ ঘটনায় এনামুল হক মুকুল কে আসামী করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের (নং-০৮) করেন ভিকটিম। পরে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।