বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনু নদীর প্রকল্পের আওতায় ক্যানেল মেরামতের দ্বাবিতে মানববন্ধন করেছে মনু নদীর সেচ প্রকল্প আওতাভুক্ত চাষীরা।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২ টায় মৌলভীবাজার প্রেসক্লাব সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাষী আলমঙ্গীর হোসেন,সৈয়দ রুমেন আলী,ছয়ফুল ইসলাম,সৈয়দ শাহেদ আহমদ প্রমুখ। বক্তারা বলেন পানি প্রবাহ সচল রাখতে দ্রুত ক্যানেল মেরামত না করলে আগামী দিনে বোরো ধান চাষ করতে পারবেন না কৃষকরা। এতে ক্যানেল সংলগ্ন এলাকার শ’শ’ কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
কারণ বোরো হচ্ছে তাদের একমাত্র ফসল। পানির জন্য এই ফসল করতে না পারলে সারা বছর তাদের না খেয়ে মরতে হবে বলে কৃষকরা জানান। তাই দ্রুত মনু নদীর প্রকল্পের আওতায় ক্যানেল মেরামতের দাবি জানান তারা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।