বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখেছিলেন লিওনেল মেসি, যা ছিল সবার কাছে বিস্ময়। এবার মেসি–ভক্তদের জন্য এলো হতাশার খবর। দুই ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন কম্পিটিশন কমিটি এই নিষেধাজ্ঞা দিয়েছে।
গত রবিবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেই ফাইনালের আগে বার্সেলোনার জার্সিতে ৭৫৩ ম্যাচ খেলেছেন মেসি। মাঠ থেকে সরাসরি কখনো তাকে উঠে যেতে হয়নি। ম্যাচ যখন হাত থেকে বেরিয়ে যায় তখন মেজাজ হারিয়ে বিলবাওয়ের এসিয়ের ভিয়ালিব্রেকে ঢুসা মেরে দেন মেসি। রেফারির চোখ প্রথমে তা এড়িয়ে যায়।
পরে ভিএআর’র সাহায্য নিয়ে রেফারি তাকে লাল কার্ড দেখান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।