রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেনা বেগম (৬০) তিনি লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামের মৃত দলিল উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার চন্দ্রেরবাড়ি বাজার মোড়ে ঢাকাগামী বসুমতি পরিবহন ও মাওয়াগামী প্রচেষ্টা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন, সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থলেই নিহত হন বাসের যাত্রী হেনা বেগম। আহত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।