বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : মেয়ে ক্যান্সার আক্রান্ত। চুল পড়ে যাচ্ছে। এখনো মাথায় যে চুলগুলো আছে তাও নিজের হাতে কেটে দিচ্ছেন মা। মাথার অর্ধেক চুল কাটা হলে আয়নায় মেয়ে দেখলেন, নিজের মাথায় ট্রিমার চালিয়ে দিয়েছেন মা। কেটে ফেলছেন চুল।
মরণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে সাহস যোগাতেই মায়ের ভালোবাসার এই বহিঃপ্রকাশ। মায়ের এমন ভালোবাসায় চোখের জল ধরে রাখতে পারেননি মেয়ে।
যদিও মা-মেয়ের পরিচয় পাওয়া যায়নি। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তাও জানা যায়নি।
তবে তাদের এই আবেগ ছুঁয়ে গেছে লাখো মানুষের।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ৫৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে প্রতিক্রিয়া যাচ্ছেন নেটিজেনরা। তাদের অনেকেই বলছেন, মায়ের ভালোবাসার চেয়ে শক্তিশালী আর কিছুই হতে পারে না।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।