রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ১৯৯৪- ৪/এস পিলার মোহনপুর এলাকার নিকট ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের অফিস নির্মাণ করতে চাইলে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)র পক্ষ থেকে বাধা দেয়া হয়েছে।
বিজেপির এমন নির্মাণকাণ্ডে ধর্মঘর কোম্পানি কমান্ডার আবু বক্কর বাধা প্রদান দিলে এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন (বিজিবির) অধিনায়ক লে.কর্ণেল সামিউন্নবী চৌধুরী ও এডি নাছির চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈনিক মজুদ রাখা হয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সীমান্ত এলাকার ৫০ গজের মধ্যে পাকা করে এই পার্টি অফিস নির্মাণ করা হচ্ছে। এতে বাধা দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার দু’দেশের উচ্চ পর্যায়ের সৈনিকদের মধ্যে পতাকা বৈঠক হবার কথা রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।