রবিবার, ২৮ মে ২০২৩, ১১:২৬ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : নতুন দায়িত্ব পাওয়া ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, মূর্তি ও ভাস্কর্য কিন্তু এক নয়। এই বিষয়টা যখন আমরা বোঝাতে সক্ষম হব তখনই এর সমাধান হবে।
মূর্তি আর ভাস্কর্য নিয়ে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে। আমি মিসরে গিয়েছি, সেখানে ভাস্কর্য দেখেছি, সৌদি আরবেও আছে। বিশ্বের প্রায় সব দেশেই ভাস্কর্য আছে, বলেন তিনি।
তিনি বলেন, ভাস্কর্যই যদি মূর্তি হয় তবে টাকার ভেতরে বঙ্গবন্ধুর ছবি আছে। এর আগে যারা ছিলেন তাদের ছবি ছিল। সেগুলো কীভাবে থাকল।
দায়িত্ব পাওয়ার পর রোববার প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে ইসলামি দলগুলোর বাধা দেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, একটা বিষয় বুঝতে হবে- কিছু কিছু লোক কোনো কোনো সময় শুধু বাংলাদেশে নয়; সারা বিশ্বে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কিছু অঘটন ঘটায়।
প্রতিমন্ত্রী বলেন, আমি এই বিষয়গুলো চিন্তা করব, ভাববো ও পরামর্শ করব, কীভাবে এটা করলে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। সার্বিক দিক থেকে এ সমস্ত আর যেন পরবর্তীতে কেউ না করতে পারে, করার সুযোগ না পায়। সেগুলো আমাদের চিন্তায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমি চেষ্টা করব।
সবার কাছে আন্তরিক সহযোগিতাও চান নতুন দায়িত্ব পাওয়া ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।