বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : ভাসানচরে রঙিন ঘরে জন্ম নিলো প্রথম রোহিঙ্গা শিশু। মো. কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে ফুটফুটে এ শিশুর জন্ম হয়। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলে সন্তান প্রসব করেন রাবেয়া।
এর আগে, প্রসবব্যথা শুরু হলে রাবেয়াকে নৌ-অ্যাম্বুলেন্সে ভাসানচর থেকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় রাবেয়ার সঙ্গে শাশুড়ি মোমেনা খাতুন ও গণস্বাস্থ্য কেন্দ্রের একজন সেবিকা ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার লিটন চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে রাবেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্বাভাবিক ছিল না। অনেক চেষ্টার পর শুক্রবার সকালে তাকে নরমাল ডেলিভারি করানো হয়। পরে নৌ-অ্যাম্বুলেন্সে তাকে ভাসানচর পৌঁছে দেয়া হয়।
শিশুটির বাবা কাশেম বলেন, আমি খুবই খুশি। মা ও ছেলে দুজনই সুস্থ আছে। ছেলের ওজন হয়েছে সাত পাউন্ড। এটি আমাদের তৃতীয় সন্তান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।