শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : মৌলভীবাজার জেলার বড়লেখায় জুয়া খেলা অবস্থায় ১৫ জন জুয়াড়িকে আটক করেছে প্রশাসন।
শুক্রবার রাত ৮.০০ ঘটিকায় বড়লেখা পৌরসভার উত্তর চৌমুহনী এলাকায় একটি চায়ের দোকানের পিছনে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ,বড়লেখা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামীম আল ইমরান মোবাইল কোর্ট পরিচালনা করে বংগীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ অনুসারে প্রতিজন কে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: জাহাংগীর আলম সর্দারের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশ মোবাইল কোর্ট কে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।