রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৪৩ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়েছে।
জানাযায়, গতকাল রাতে প্রতিদিনের মত মেওয়া গ্রামের মৌলানা সাদিক আহমেদের সিএনজি অটোরিকশা গেরেজে রেখে যায় চালক।শুক্রবার সকালে সাদিক আহমেদ দেখতে পান গেরেজ কাঠা। ভিতরে প্রবেশ করে দেখতে পান তার শাপলা এন্টারপ্রাইজ নামীয় সিএনজি অটোরিকশা নেই।যাহার নম্বার মৌলভীবাজার থ-১২-৮৩৭৫।
ধারণ করা হয় শুক্রবার ভোররাতে গেরেজ কেটে চুর এই গাড়ি চুরি করে নিয়ে যায়।গাড়ির মালিক মৌলানা সাদিক আহমেদ চুরি হওয়ার বিষয় নিশ্চিত করেন।এবং কেহ সন্ধান পেলে তার সাথে ০১৭০৬৬৪৭৭৫২ এই নম্বারে যোগাযোগর অনুরোধ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।