শনিবার, ১০ জুন ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন
উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (১৫ জানুয়ারি) দেশটির নেতা কিম জং-উনের উপস্থিতিতে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। কিম জং-উন এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমেরিকাকে তার দেশের ‘এক নম্বর শত্রু’ হিসেবে অভিহিত করার কয়েকদিন পর নয়া এ অস্ত্র উন্মোচন করা হলো।
নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার ছয়দিন আগে উত্তর কোরিয়া তার সামরিক শক্তির জানান দিল।
উত্তর কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত ছবিতে অন্তত চারটি বড় আকারের ক্ষেপণাস্ত্র দেখা যায় যেগুলো দেশটির পতাকা হাতে সমবেত জনতার সামনে দিয়ে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, উত্তর কোরিয়ার এর আগে এ ধরনের সমরাস্ত্র দেখা যায়নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।