রবিবার, ২৮ মে ২০২৩, ১১:১২ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র স্বীকৃতি লাভ করেছে সিলেটের ওসমানীনগর উপজেলার নুনু মিয়া ফুটবল একাডেমি। মুজিব শতবর্ষ ও নুনু মিয়া ফুটবল একাডেমি বাফুফের স্বীকৃতি লাভ করায় এ উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে বিয়ানীবাজার ফুটবল একাদশ ও নুনু মিয়া ফুটবল একাডেমি।
প্রীতি ফুটবল ম্যাচটিতে বিয়ানীবাজার ফুটবল একাদশের হয়ে মাঠে নামবেন ফুটবলার ইমরান-১, সাদ্দাম, বাবলু, ইমরান-২, জিল্লুর, জাহেদ, হাসনুসহ স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা। বিয়ানীবাজার ফুটবল একাদশ ও নুনু মিয়া ফুটবল একাডেমির মধ্যকার প্রীতি ম্যাচ আজ শুক্রবার বিকাল ৩টায় ওসমানীনগর মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, বিয়ানীবাজার ফুটবল একাদশ ও নুনু মিয়া ফুটবল একাডেমির মধ্যকার প্রীতি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পূর্ব সিলেটের প্রথম ও পূর্নাঙ্গ আইপি টেলিভিশন ‘এবি টিভি’।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।