বুধবার, ৩১ মে ২০২৩, ১১:১৫ অপরাহ্ন
বদরুল ইসলাম:: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর শাখার সাবেক সভাপতি, সর্বজন শ্রদ্বেয় ব্যক্তি এম এ হক মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাই হীরাজীউন)। তার মৃত্যুতে শোক জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।শোক বার্তায় তিনি বলেন হক সাহেবের মৃত্যুতে বিএনপির রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূর্ণ হবার নয়।হক সাহেবের মত আদর্শ রাজনীতিবিদ চলে যাওয়া সত্যি চিত্তে বেদনার সৃষ্টি করেছে।পরবর্তীতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।