শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৩১ অপরাহ্ন
বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে হারুন মিয়া (৪০) নামের এক ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার স্নানঘাট বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার। হারুন মিয়া উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, পিরানহা মাছ বিক্রির অপরাধে হারুন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বাজারে থাকা ব্যবসায়িদেরকে পিরানহা মাছের ক্ষতিকর দিক সম্পর্কে অবগত করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।