শনিবার, ১০ জুন ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাছের ডাল পড়ে আব্দুল হাসিম (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার লামাতাশি ইউনিয়নের শিবপাশা গ্রামের মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল হাসিম ওই গ্রামের সৈয়দ উল্লাহ ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়- সোমবার বিকেলে নিহত আব্দুল হাসিম গ্রামের মসজিদে আসরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথিমধ্যে হঠাৎ একটি আমগাছের ডাল তার মাথায় পড়ে তিনি গুরুত্বর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাদিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।