বুধবার, ৩১ মে ২০২৩, ১১:১০ অপরাহ্ন
বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে নির্মাণাধীন
৩কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ সাঙ্গর গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে মাদ্রাসা পরিদর্শন করেন তিনি।
আব্দুল মজিদ খান এমপি বলেন, কাজের গুণগত মান বজায় রেখে ঠিক সময়ে ভবন নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন । তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দরকার কাজের গুণগত মান ঠিক রাখা। যে কাজ চলছে গুনগত মান ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করবেন। তাহলেই জনগণ কাঙ্ক্ষিত ফলাফল পাবে।’
পরিদর্শন কালে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ, মাদ্রাসার শিক্ষক সহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।