শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ অপরাহ্ন
মিজানুর রহমান,বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লাইসেন্স বিহীন মিসব্রান্ডের ঔষধ অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের অপরাধে পান্না স্টোরকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে শহরের বড়গোলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা।
তিনি জানান, ঔষধ আইন ১৯৪০ অনুযায়ী অবৈধভাবে লাইসেন্স বিহীন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মিসব্রান্ডের ঔষধ মজুদ ও বিক্রির অপরাধে পান্না স্টোরের মালিক মোঃ পান্নাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।