রবিবার, ২৮ মে ২০২৩, ১১:২১ অপরাহ্ন
মিজানুর রহমান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ১ নং ময়দানহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান এসএম রূপমকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের এক আদেশে নিয়মনীতির ব্যতয় ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর ১২৮ জন উপকার ভোগীর নিকট থেকে বিবিধ ট্যাক্সের নামে ২৮০ টাকা হারে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী তাকে সাময়িক বহিস্কার করা হয়।
উল্লেখ্য গত ১৭ মে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর হিসাব খুলতে সুবিধাভোগীদের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠে এবং ২৩ মে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযোগ প্রমানিত হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।