বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ পূর্বাহ্ন
মোঃ মিজানুর রহমান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব এলাকার এক ব্যক্তির করোনা উপর্সগ নিয়ে মৃত্যু হয়েছে। তার নাম খোরশেদ আলম বয়স ৬০ বছর। আজ রোববার বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও ডাঃ খায়রুল বাশার মমিন জানান, মৃত খোরশেদ আলম শনিবার রাতে জ্বর, সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং রোববার মারা যান। তার নমুনা সংগ্রহ করে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।