বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
প্রবাসীর ফেসবুক ও ইমু হ‍্যাকড করে টাকা দ্বাবী ; পরিবারের জিডি

প্রবাসীর ফেসবুক ও ইমু হ‍্যাকড করে টাকা দ্বাবী ; পরিবারের জিডি

দর্পণ ডেস্ক : যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জ পৌরসভার মোহাম্মদপুর এলাকার আব্দুস সালাম মোহাম্মদ মাসুমের ব‍্যক্তিগত ফেসবুক আইডি ও ইমু হ‍্যাকড করে বিভিন্নজনের কাছে টাকা দাবি করা হয়েছে। এই প্রতারক চক্রকে খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ৬ ফেব্রুয়ারি শনিবার তার পরিবারের পক্ষে সুনামগঞ্জ থানায় একটি জিডি করেছেন প্রবাসী মাসুমের ভাই আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন। জিডি নং ২৯৭ ।

জিডি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকার মরহুম আলা উদ্দিনের ছেলে আব্দুস সালাম মোহাম্মদ মাসুমের ব‍‍্যক্তিগত ফেসবুক আইডি গত ১৮ জানুয়ারি একটি চক্র হ‍্যাকড করে ম‍্যসেঞ্জারে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করে। এরপর গত ৫ জানুয়ারি ইমু হ‍্যাকড করেও টাকা দাবি করা হয়। তাই এই চক্রকে খোঁজে বের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন আবেদনকারী আব্দুস সাত্তার মামুন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।

কারিগরি সহায়তায়ঃ-ওরাকল আইটি