শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : বন্দুকযুদ্ধে মিজানুর রহমান নিহতের ঘটনাকে পরিকল্পিত দাবি করে টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিহতের বোন নুর নাহার বাদী হয়ে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালতে মামলাটি করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদের একজন দফাদার রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ এপ্রিল টেকনাফের উপজেলা পরিষদ মসজিদ মার্কেটে থেকে মিজানুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে ২০ লাখ চাঁদা টাকা দাবি করলে ২ লাখ টাকা দেয় স্বজনরা। তবে বাকি ১৮ লাখ টাকা না দেয়ায় তাকে ক্রসফায়ারে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।