শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ অপরাহ্ন
আমি আমার মত
-পলাশ আফজাল
চারিদিকে অন্ধকার
খোঁজে পাইনা পথটা আর!
তাকিয়ে রইলাম অবাক হয়ে
স্তব্ধ আমি কিসের ভয়ে?
পথের ফকির পথ হারালাম
দিশা হারালাম কবে?
বুকের পাঁজরে দু’টি আঙুল
হাত হারালাম সবে!
পৃথিবী তুমি তোমার মত
থাকবে চির কাল।
ভাংগা গড়ার খেলবে খেলা
ছিড়বে কত পাল।
হাত নাই আঙুল দু’টি
অসহায় যে কত!
আমার হয়ে আছি আমি
যেন আমার মত।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।