বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:০১ অপরাহ্ন
দর্পণ ডেক্স : নাগরী বর্ণ ছিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ বিয়ানীবাজার পৌর সমন্বয়ক হিসেবে অলিউর রহমান কে ঘোষণা দিয়েছন ড. মমিনুল হক।গতকাল তিনি এ ঘোষণা দেন।
সিলেটি দের রয়েছে নিজস্ব ভাষা যার নাম ছিলেটি ভাষা।এবং বর্ণমালার নাম সিলেটি নাগরী। সিলেট,ভারতের আসাম রাজ্য ,মনিপুর রাজ্য,ত্রিপুরা রাজ্যের কিছু অঞ্চলে ব্যাবহৃত হতো এই সিলেটি ভাষা ও নাগরি লিপি।
২০১৫ সালে ইতিহাসবিদ ড. মুমিনুল হক “নাগরি বর্ণে ছিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ” নামে একটি সংগঠনের প্রতিষ্ঠা করেন।এই সংগঠনে কার্যক্রম চলছে সিলেট সহ আসাম,মনিপুর ও বিভিন্ন দেশের ছিলেটিদের মধ্যে।
মোঃ অলিউর রহমান বলেন, ছিলেটি ভাষা আমাদের ঐতিহ্য। তাই এ ভাষাকে রক্ষা করা প্রয়োজন।তাই আমি একজন ছিলেটি হিসেবে এ আন্দোলনে যোগ দিয়েছি।আমি সকলের সহযোগীতা কামনা করি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।