বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন
মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর গ্রামের বাজারে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে চাই হয় এক ফার্মেসি।
২৫ শে মার্চ বৃহস্পতিবার গভীর রাতে কে বা কাহারা এ ঘঠনাটি ঘটায়।
বাসডর প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা সাধু মিয়ার মার্কেটে অজয় আচার্য্যের অর্পণ ক্লিনিকের সাটারের তালা ভেঙ্গে ভেতরে ডুকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ফার্মেসির সকল ঔষধপত্রসহ চিকিৎসা সরঞ্জাম পূড়ে প্রায় ৫/৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অজয় আচার্য্য।
অজয় আচার্য্য জায়গা জমি বিক্রি করে ফার্মেসিটি দাঁড় করিয়েছিলেন। শেষ সম্বল পুড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন ডাক্তার অজয়। খবর পেয়ে গ্রামের মানুষ ছুটে আসেন । এমতাবস্থায় গ্রামের মানুষ প্রশাসনের সহায়তা চায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিমের নির্দেশে এস আই সম্রাট এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।