বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:২৬ অপরাহ্ন
নবীগঞ্জে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জ প্রতিনিধি : জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের উদ্যোগে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফাহাদ আহমদ এর সঞ্চালনায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় ক্লাবের সভাপতি বুলবুল আহমদ বলেন-গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সকলের নিকট বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া। এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও বেগবান করে গড়ে তোলার আহবান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি সোহেল আহমদ ও তাজুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।