রবিবার, ২৮ মে ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : আগামী ৩১ আগস্ট থেকে নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্তকণের দাবিতে অবস্থান ধর্মঘট ঘোষণা করা হয়েছে।গতকাল ২৩ আগস্ট রবিবার ননএমপিও শিক্ষক সমিতির উদ্যোগে ননএমপিও শিক্ষদের এমপিওভুক্তির দাবিতে এক সাংবাদিক সম্মেলন নয়াপল্টনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞা। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী,যুগ্ম-আহবায়ক কবিরউদ্দিন মাস্টারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের ৩০ আগস্টের মধ্যে এমপিওভুক্ত ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবি জানানো হয়। ননএমপিও শিক্ষকদের করোনাকালীন সময়ে মানবেতর জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
নেতৃবৃন্দ বলেন, ৩০ আগস্টের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে ৩১ আগস্ট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাঅবস্থান ধর্মঘটে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়। শিক্ষক কর্মচারী চাকুরী জাতীয়করণ বাস্তবায়ন কমিটি আহুত ৩১ আগস্টের অবস্থান ধর্মঘটের প্রতি একাত্মতা ঘোষণা করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।