শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : রংপুরের কুকরুলে পরকীয়া প্রেমিকার সঙ্গে রাতযাপন করে চলে যাওয়ার সময় এক পুলিশ সদস্য ও তার প্রেমিকা গৃহবধূকে ধরে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।
আটক পুলিশ কনস্টেবল লিটন ঢাকার আশুলিয়ায় শিল্প পুলিশে কর্মরত বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে শুক্রবার রাতে লিটন তার পরকীয়া প্রেমিকা কুকরুল এলাকার ওই গৃহবধূর ঘরে রাতযাপন করেন। শনিবার (২৮ নভেম্বর) ভোরে গৃহবধূর ঘর থেকে বের হওয়ার সময় প্রতিবেশীরা তাকে দেখে ধরে ফেলেন। খবর পেয়ে এলাকার লোকজন জড়ো হয়ে তাদের গণপিটুনি দেন। পরে পরশুরাম থানা পুলিশ তাদের আটক করেছে।
ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় জানান, লিটন আশুলিয়ায় চাকরি করলেও কয়েকদিন আগে ছুটিতে তার বাড়ি জেলার তারাগঞ্জে আসেন। ওই গৃহবধূর স্বামী ও একমাত্র মেয়ে শুক্রবার বিকেলে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। পরে ওই গৃহবধূ সুযোগবুঝে মোবাইলফোনে ডেকে এনে একঘরে রাতযাপন করেন তারা।
রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেলের প্রধান ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।