রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন
গরম ভাত
তাহমিনা শিল্পী
ভাল্লাগে না রোগটা মনে গেড়ে বসেছে
গরম ভাতের থালায় পানি ঢেলে উঠে পড়তেই
একঝাঁক কথার কলতান বেজে উঠলো
পিছন ফিরে তাকালাম-
আমাদের দোতলা টিনের বাড়িটিতে
সেগুন কাঠের চারকোণা ডাইনিং টেবিলের উপরে
গোল গামলায় মোটা লাল চালের ধোঁয়া ওড়া ভাত
টেবিলের চারপাশে বাড়ির সকলের সমবেত
হাসি আর গল্পের শোরগোল।
আজকাল আমরা সামাজিক দুরত্ব মেনে চলি।
০৩.০৭.২০২০
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।