বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু । শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা ইয়াসমীন (২৮) ও তার শিশু সন্তান সানী (৩)। ইয়াসমীন ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মাজহরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া
এক্সপ্রেস ট্রেনের নিচে দুপুর পৌনে ১টার দিকে কাটা পড়েন মা ও ছেলে। তারা আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়েছেন তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।