বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক :আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস।জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাহ, তাজ উদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচ এম কামরুজ্জামানের স্মরনে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুস্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আতাউর রহমান খান,এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা আহমদ হোসেন বাবুল,হারুনুর রশিদ দীপু,সালেহ আহমদ বাবুল,আবুল হোসেন খছরু,হারিস উদ্দিন, রুহুল আমীন জালাল,হুমায়ুন কবির, নোমান উদ্দিন, বদরুল ইসলাহ বদই,শিহাব উদ্দিন, বেলাল আহমদ,পলাশ আফজাল,সাহাব উদ্দিন, আছার উদ্দিন,হোসেন আহমদ,হাসিব আহমদ,কে এইচ সুমন,আমান উদ্দিন প্রমুখ।
সভা পরিচানা করেন উপজেলা আওয়ামীলীগ নেতা জাকির হোসেন।অনুস্টান পরে মুনাজাত পরিচানা করেন সাহাব উদ্দিন মৌলা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।