বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
জুড়ীতে গরু চরানোকে কেন্দ্র করে একজন খুন

জুড়ীতে গরু চরানোকে কেন্দ্র করে একজন খুন

দর্পণ ডেস্ক : মৌলভীবাজারের জুড়ীতে চা বাগানে গরু চরানোকে কেন্দ্র করে দা এর কোপে মনাপাশী(২০) নামে এক রাখাল নিহত হয়েছে। মঙ্গলবার (২৩মার্চ ) বিকাল সাড়ে ৫ টায় সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানে ৩ নং সেকশনে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, সাগরনাল চা বাগানের বড় লাইনের শংকর পাশীর পুত্র মনা পাশী বিকালে ৩ নং সেকশনে গরু ছেড়ে দেয়। সেকশনের(চা বাগান) ভিতরে গরু চড়ানো নিষেধ এবং সেটা বাঁধা দিতে ১ নং নতুনটিলা এলাকার শ্রীকুমার পানিকার পুত্র বাগানের পাহারাদার( বাঘাল) অমরজিৎ পানিকা (২২) গরু রাখাল মনা পাশী কে বাঁধা দেয় এবং গরু কেনো ছাড়লো বলে গালাগালি করে। এক পর্যায়ে দুজনের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হলে পানিকার হাতে থাকা দারালো দা দিয়ে মনার গলায় বেশ কয়েকটি কুপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনার খবর পেয়ে আমি বাগানে এসেছি। আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।

কারিগরি সহায়তায়ঃ-ওরাকল আইটি