রবিবার, ২৮ মে ২০২৩, ১০:০৬ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি : জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন এর একটি নব নির্মিত ব্রীজ উদ্বোধনের আগেই ফাটল ধরেছে।
জানা যায়, দুই কোটি ত্রিশ লক্ষ টাকা বাজেটে উপজেলার সাচনা বাজার ইউ/পি’র ব্রীজটির নির্মাণকাজ এখনও চলমান।কিন্তু চলমান থাকলেও ব্রীজের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল।বারী যানবাহন চলাচল না করলেও ব্রীজের ফাটল ধরা নিয়ে এলাকাবাসী উত্তেজিত।বিশেষ করে এলাকার তরুণ যুবক তথা সচেতন মহল বিষয়টি নিয়ে অনেকটা কিপ্ত।
শুবদেবপুর এলাকাদিয়ে নির্মাণাদিন ব্রীজটির কাজ শুরু হয় আনুমানিক ৬-৭ মাস আগে।এতো টাকা বাজেটে নির্মাণাধিন রাস্তায় ফাটল কেন ধরছে তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী স্থানীয় জনসাধারনের।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।