বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
জগলু চৌধুরীর কবিতা “কবিতা হয়ে ওঠেনা তবু”

জগলু চৌধুরীর কবিতা “কবিতা হয়ে ওঠেনা তবু”

কবিতা হয়ে ওঠেনা তবু
জগলু চৌধুরী 

ডেরেক চাওভিন
নতুন নভেল করোনা, কোভিড টুয়েন্টি।
শতরূপ শ্বেত রূপ- রঙের বাহার।
অবিকল মানুষ সদৃশ। জীবন্ত ফ্লয়েড যার ক্ষুধার আহার। সে-ও শ্বাসরোধী উর্দিপরা সাত ফুট ব্যাস, প্রকাশ্য প্রাণ হন্তারক।
ডেরেক বিষ্ময়ে মুখ ঢাকে কোভিড ঊনিশ –
মনে ও মগজে তার এন নাইন্টি ফাইভ।

রাধার কৃষ্ণধন উঠান কপালী।
বৃন্দাবনে ললিতা বিশাখা ছিল, কুটিলা ননদীও।
মথুরায় বেজেছে মুরলী, বাঁশরি
শেতাঙ্গ শ্যালকের পাহারা বিহীন।

চাওভিন কোভিড, ডেরেক করোনা ছুটে চলেছে মিনেসোটায়, নয়া ইয়র্কে, পৃথিবীর দেশে দেশে……..

দুনিয়ার শ্রীকৃষ্ণ এক হও
তাবত মাদিবা যুদ্ধ কর
দুনিয়ার লুথার কিং জেগে ওঠো
বেবাক ওবামা এক হও।

ভ্যাকসিন চাও?
হোয়াইট হাউসে হাতুড়ি শাবল চালাও।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।

কারিগরি সহায়তায়ঃ-ওরাকল আইটি