রবিবার, ২৮ মে ২০২৩, ১১:২১ অপরাহ্ন
ফারজানা বৃষ্টি: কবি, ছড়াকার ও সংগঠক ধ্রুব গৌতমের জন্মদিন পালন করেছে মাসিক গোপলা ও মাসিক চন্দ্রবিন্দু পরিবার।
সোমবার (১৭ আগষ্ট) এ উপলক্ষে নগরীর চালিবন্দরে এক অনুষ্টানের আয়োজন করা হয়।
গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে ও মাসিক গোপলা সম্পাদক মিজান মোহাম্মদ ও মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার সুমন বনিক। তিনি কবি ধ্রুব গৌতমের জীবন ও কর্মের উপর বিশদ আলোচনা করেন।
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাহিত্যানুরাগী হেলাল আহমদ, কবি মাসুদা সিদ্দিকা রুহি, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, সাংবাদিক এমরান ফয়সল, মোস্তাকিন সিদ্দিক সাইফ, মোন্তাসির সিদ্দিক কাইফ প্রমুখ।
অনুষ্টানের সার্বিক ব্যবস্থপনায় ছিলো মুক্তা অটো মোবাইলস।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।