শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন
চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের বনভোজন ২০২১ সম্পন্ন হয়েছে। শনিবার (২ জানুয়ারি) চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে ক্লাবের সকল সদস্যদের নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ পাহাড় রেমা কালেঙ্গায় উক্ত বনভোজন সম্পন্ন হয়। কালেঙ্গা রেঞ্জ অফিস থেকে শুরু করে বিডিআর ক্যাম্প, বীর মুক্তিযোদ্ধা মান্নান নগর, লেগ, টাওয়ার, ছন বাড়ী বিট অফিস এরিয়ার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দৃষ্টি নন্দনস্পট গুলোতে ঘুরে ইকো কটেজের সংলগ্ন মধ্যাহ্ন ভোজ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক দুই সভাপতি রুহুল হাসান শরীফ ও শোয়েব চৌধুরী। এতে ক্লাবের সকল সদস্যগন বক্তব্য রাখেন। অতিথিদের দিক নির্দেশনা বক্তব্যে সকলেই মুগ্ধ হন। চুনারুঘাট থেকে রেমা কালেঙ্গা রাস্তাটি সহজ যাতায়াতের জন্য সময়োপযোগি সংবাদ পরিবেশনের জন্য সকলর প্রতি আহব্বান জানান অতিথিগন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।