রবিবার, ২৮ মে ২০২৩, ১১:২৭ অপরাহ্ন
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে রাতের আঁধারে দরিদ্র কৃষকের ধানের খড় পুড়িয়ে দিল একদল দুর্বৃত্ত।কৃষক বাঁচলে বাঁবে দেশ এমন বাণী ভুলে গিয়ে শত্রুতার বশবর্তী হয়ে দুর্বৃত্তরা এমন জগন্য কাজটি করেছে।
সোমবার (১ লা ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২ ঘটিকার সময় ঘটনাটি ঘটে চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজারের কৃষক মোঃ সফিক মিয়া(৪০) এর বাড়িতে।
কৃষক সফিক মিয়া জানান তিনি কারো কোন ক্ষতি করেন নাই। তবুও দুর্বৃত্তরা এমন কাজ কেন করলো বুঝে ওঠতে পারছিনা। এখানে প্রায় ৫ বিঘা জমিনের খড় ছিল। যা আমার পালিত গরুর খাবার ছিল।বর্তমানে আমার গরুগুলিকে নিয়ে বিপাকে আছি।আমি স্থানিয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করেছি।তারা তদন্ত করে এর সুষ্ঠু বিচার করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।