বুধবার, ৩১ মে ২০২৩, ১১:১২ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ চুনারুঘাটের বিভিন্ন সড়কে বালুর বোঝাই ট্রাক্টরের অনিয়ন্ত্রিত চলাচলের ফলে জনজীবনের ভোগান্তির শেষ নেই।
বুধবার (১ অক্টোবর) চুনারুঘাটের বিভিন্ন সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কের এই বেহাল দশা। চুনারুঘাট বাল্লা সড়কের রাজার বাজারে এবং চুনারুঘাটস্থ ডিসিপি হাইস্কুলের সামনের সড়কে গেলেই চোখে পড়বে বালু বোঝাই ট্রাক্টরের অনিয়ন্ত্রিত চলাচলের ভয়াল চিত্র।
বালুভর্তি ভারী যান চলাচলের ফলে সড়ক হয়ে গেছে লক্কর-যক্কর। প্রতিদিন সড়কে জ্যামসহ নানান দুর্ভোগ পোয়াতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন সময় এর প্রতিকারে সংবাদ প্রকাশ হলেও আদৌ কোন শৃঙ্খলা আসেনি সড়কে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।