বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৩৩ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকা যানজটমুক্ত করণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। অভিযানে চুনারুঘাট বাজারে রাস্তার দুইপাশে যত্রতত্র সিএনজিচালিত অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যাত্রীবাহী গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করার অপরাধে সড়ক পরিবহন আইন -২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ জনকে ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময় চুনারুঘাট পৌর বাজারে পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির অভিযোগ পেয়ে বাজার মনিটরিং করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
অভিযানের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক সহযোগিতা ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।