রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
দর্পণ ডেক্স : না ফেরার দেশে চলেগেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আবদুল্লাহ।১৩ জুন শনিবার দিবাগত রাত ১১.৪৫ ঘটিকার সময় তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তিনি বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর শেখ মোহাম্মদ আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ধর্মভিত্তিক দলসমূহের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে ২০১৯ সালের ০৭ জানুয়ারি মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।