বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের আওলাতুল এলাকার ডিলার ইয়াসিন আলীর গুদাম থেকে ৪৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় চাল বিক্রির সাথে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলার ওই গুদাম থেকে চালের বস্তা উদ্ধার করা হয়।
এ ঘটনার বিষয়ে কালিহাতী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই ) রুপম বলেন, অভিযান চালিয়ে সরকারি চাল বিক্রির সময় ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় চালও উদ্ধার করা হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা থানায় অভিযোগ দায়ের করবেন। তবে ডিলারকে পাওয়া যায়নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।