শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : বরিশাল জেলার গৌরনদী থানার গাড়ি চালকের অবসরজনিত বিদায় অনুষ্ঠান শেষে সাজানো গাড়িতে অবসরপ্রাপ্ত চালককে গন্তব্যে পৌঁছে দেওয়ায় সহকর্মীসহ স্থানীয়দের প্রশংসায় ভাসছেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন।
জানা গেছে, গৌরনদী মডেল থানার গাড়িচালক কনস্টেবল মো. হারুন-অর রশিদ বাংলাদেশ পুলিশ বাহিনীতে দীর্ঘদিন চাকরি শেষে অবসরগ্রহণ করেন।
বৃহস্পতিবার অবসর গ্রহণ উপলক্ষে তার কর্মস্থল গৌরনদী মডেল থানা থেকে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা শেষে সাজানো গাড়িতে করে অবসরপ্রাপ্ত চালক হারুন-অর-রশিদকে পাশে বসিয়ে বাড়ির পথে পৌছে দেন ওসি আফজাল হোসেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।